বিনয় - বাদল - দীনেশ কেন স্মরণীয় ?

Clg history questions answers কলেজ প্রশ্নোত্তর বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয় binay badol dinesh keno somoroniyo


উত্তর : ১৯৩০ - এর দশকে ঢাকার বিপ্লবী সমিতিগুলির মধ্যে সবচেয়ে সক্রিয় ছিল ‘বেঙ্গল ভলান্টিয়ার’ ( বি.ভি ) দল । এর নেতৃত্বে ছিলেন প্রখ্যাত বিপ্লবী হেমচন্দ্র ঘােষ । চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর এই গােষ্ঠী অত্যাচারী ইংরেজ কর্মচারীদের গুপ্তহত্যার কর্মসূচি গ্রহণ করে । 

বিপ্লবী বিনয় বসু গােয়েন্দা বিভাগের মিঃ লােম্যান হিনত হন ( ২৯ আগস্ট ১৯৩০ ) । এই বছর ৮ ডিসেম্বর বিনয় বসু , বাদল গুপ্ত , ও দিনেশ গুপ্ত এক দুঃসাহসিক অভিযানে অংশ নেয় । এঁরা সাহেবের ছদ্মবেশে কলিকাতায় রাইটার্স বিল্ডিং- এ প্রবেশ করে অত্যাচারী সাহেব নিধন শুরু করেন । এটি ইতিহাসে ‘অলিন্দ যুদ্ধ’ নামে খ্যাত হয়ে আছে । 

কারাবিভাগের অধিকর্তা সিম্পসন এদের গুলিতে নিহত হন । পুলিশ সারা মহাকরণ ঘিরে ফেললে বিপ্লবীরা বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যান । গ্রেফতার এড়ানাে সম্ভব নয় বুঝতে পেরে তিনজই আত্মহত্যার চেষ্টা করেন । বাদল সঙ্গে সঙ্গেই মারা যান । কয়েকদিন পর হাসপাতালে বিনয় মারা যান । দিনেশ সুস্থ হওয়ার পর তার ফাঁসি হয় ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন