নেহরু রিপাের্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা কর ।

Clg history questions answers কলেজ প্রশ্নোত্তর নেহরু রিপাের্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা কর neheru report somporke songkhipto alochona koro


উত্তর : ভারতবাসীর অমর্যাদাকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবলমাত্র ইংরেজদের নিয়ে ভারতের সংবিধান তৈরির জন্য সাইমন কমিশন গঠিত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে দেশে সাইমন কমিশন বিরােধী এক প্রবল আন্দোলন গড়ে ওঠে । সাইমন কমিশনের প্রত্যত্তরে জাতীয় কংগ্রেস একটি সংবিধান তৈরির সিদ্ধান্ত নেয় । মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয় ‘নেহরু কমিটি’ । ১৯২৮ খ্রিঃ আগস্ট মাসে এই কমিটি তার রিপাের্ট পেশ করে । এটি ‘নেহরু রিপাের্ট’ নামে খ্যাত । 

১৯২৮ খ্রিঃ আগস্ট মাসে লক্ষ্ণেীতে অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে রিপাের্টটি পেশ করা হয় এবং তা গৃহীতও হয় । এই রিপাের্টের খসড়ায় বলা হয় ।

( ১ ) ভারতের শাসনব্যবস্থার ভিত্তি হবে উপনিবেশিক স্বায়ত্তশাসন ।
( ২ ) ভারত একটি যুক্তরাষ্ট্রে পরিণত হবে এবং এর মূল ক্ষমতা থাকবে কেন্দ্রীয় আইনসভার হাতে ।

( ৩ ) কেন্দ্র ও প্রদেশে দায়িত্বশীল সরকার গঠিত হবে ।

( ৪ ) কয়েকটি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা ছাড়া কেন্দ্র ও প্রদেশের আইনসভাগুলিতে যৌথ নির্বাচনের নীতি প্রচলিত হবে ।

( ৫ ) দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠিত হবে । 

( ৬ ) নিম্নকক্ষের সদস্যেরা এবং এককক্ষবিশিষ্ট প্রাদেশিক আইনসভা সমূহের প্রতিনিধিগণ নির্বাচিত হবেন প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রত্যক্ষ ভােটে ।

( ৭ ) ভাষাভিত্তিক প্রদেশ গঠিত হবে ।

( ৮ ) বাংলা ও পাঞ্জাব বাদে অন্যান্য প্রাদেশিক আইনসভাগুলিতে জনসংখ্যার ভিত্তিতে দশ বছরের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের আসন সংরক্ষিত থাকবে ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন